চীন-পাকিস্তানকে চাপে রাখতে ভারতের ‘সুপার সুখোই’!

আপডেট: December 29, 2018 |
print news

চীন-পাকিস্তানকে চাপে রাখতে আরও অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো হচ্ছে ভারতের ‘সুখোই-৩০’। জানা যায়, পরবর্তী প্রজন্মের সুখোই বিমানে একদিকে যেমন সর্বাধুনিক প্রযুক্তির এভিয়োনিক্স লাগানো হবে, তেমনই এতে যুক্ত করা হবে সুপারসনিক ‘ব্রাহ্মোস’ ক্রুজ মিসাইল।

দেশটির বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অত্যাধুনিক ব্রাহ্মোস মিসাইলটি হবে ‘বিয়ন্ড ভিজুয়্যাল রেঞ্জ’-এর শ্রেণির। অর্থাৎ শত্রু চোখের সীমার বাইরে থাকলেও, মিসাইল তাতে টার্গেট করে আঘাত করতে পারবে। বর্তমান যুগে আধুনিক যুদ্ধপদ্ধতির অনেক বিবর্তন হয়েছে। ১৯৬৫ বা ১৯৭১ সালে যেভাবে সামনাসামনি যুদ্ধ হত, এখন আর তা সম্ভব নয়। এখন শত্রুকে না দেখেই তাকে নিশানা করা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

-বৈশাখী নিউজ/Boishakhi News

Share Now

এই বিভাগের আরও খবর