হেলিকপ্টার চলাচলে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা ইসির
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্থল, নৌ-যান চলাচলের ওপর বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার আকাশযান হেলিকপ্টার চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দিল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে শুক্রবার ২৮ ডিসেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
শুক্রবার জারি হওয়া ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত নিষেধাজ্ঞার নির্দেশনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে দেওয়া হয়। যার অনুলিপি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস লিমিটেড, সিকদার এভিয়েশন হ্যাঙ্গার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, স্কয়ার এয়ার লিমিটেড, সাউথ এশিয়ান এয়ারলাইনস লিমিটেড চেয়ারম্যানসহ সকল বেসরকারি হেলকপ্টার সার্ভিস কোম্পানিগুলোকে দেওয়া হয়।
তবে জরুরি রোগীর যাতায়াত বা হাসপাতালে প্রেরণ, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং ঔষধ ও জরুরি পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
-বৈশাখী নিউজ/Boishakhi News