প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর থেকে পলাতক বিএনপি নেতা আবু সাঈদ

আপডেট: May 24, 2023 |

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি : প্রধানমন্ত্রীকে উদ্ধত্যপুর্ন বক্তব্যে হত্যার হুমকির পর থেকে পলাতক জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

বিএনপির বিভিন্ন সমাবেশে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনা-সমালোচনায় থাকে এই নেতা। অর্ধশতাধিকের বেশি মামলার আসামী চাঁদকে আটকের জন্য খুজছে পুলিশ।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে কেন্দ্রীয় কর্মসুচী পালনের সময় সভাপতির বক্তেব্য জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠাতে হবে বলে উদ্ধত্যপুর্ন বক্তব্য দেন।

এরপর চাঁদের সেই বেফাস বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফুসে উঠে গোটা দেশে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনর নেতাকর্মীসহ সমথর্করা।

বিক্ষোভ শ্লোগানে চাঁদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবির পাশাপাশি তাকে গ্রেপ্তারে মুখোড়িত হয়ে উঠো গোটা দেশ।

পুঠিয়া ও নাটোর সদর থানাসহ দেশের বিভিন্ন থানায় সন্ত্রাস দমনসহ বিভিন্ন অপরাধে একের পর এক হতে থাকে মামলা।

ওই সব মামলায় চাঁদকে গ্রেফতারে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

তবে গত ৬ দিন ধরে লোক চক্ষুর আড়ালে রয়েছেন চাঁদসহ তার একান্ত সহকারী। ফলে চাঁদের বাড়ীসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে একাধিকবার সাড়াশি অভিযান পরিচালনা করেও তার লাগাল পাচ্ছে না আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

চাঁদের কুরুচিপুর্ণ বক্তব্যে দলীয় ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থার মুখেও পড়তে পারে আলোচিত বিএনপির একাধিক নেতৃবৃন্দ।

চাঁদের এমন বেফাস বক্তব্যে ইতিমধ্যে দু:খ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী সদরের সাবেক এমপি মিজানুর রহমান মিনু।

ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ। বিভিন্ন ইউনিটে কাজ চলমান রয়েছে।

দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতারে সম্ভব হবে বলে জানান, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম।

 

Share Now

এই বিভাগের আরও খবর