সদরপুরে চোরাই গরু সহ পিতা-পুত্র গ্রেফতার

আপডেট: June 4, 2023 |
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতরশি গ্রামের জাহাংগীর মাতুব্বরের বাড়ির সামনে থেকে গত শনিবার রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে চোরাই গরু ও গরু পরিবহনে ব্যাবহৃত পিক আপ সহ (ঢাকা মেট্রো-ন-১৯-১৬৬৯) পিতা ও পুত্রকে আটক করে। পিতা জাহাংগীর মাতুব্ববর(৪৫) ও পুত্র মামুন মাতুব্বর(২২)।

পিতা পুত্র উভয়ের গ্রাম সাত রশি বলে জানা গেছে।
পরবর্তিতে ভাংগা থানার অভিযোগের সুত্র ধরে সদরপুর থানা পুলিশ ভাংগা থানার ওসি জিয়ারুল ইসলামের নিকট চোর সহ চোরাই কৃত গরু দুটি গরুর মালিকের উপস্থিতিতে হস্তান্তর করেন।

ঘটনার বিবরনে জানা যায়, গত ২২ মে ভাংগা থানাধীন তুজারপুর ইউনিয়নের সরুইবাড়ি গ্রামের সম্রাট মাতুব্বর পিতা- শাহজাহান মাতুব্বরের পালিত দুইটি দেশীয় ষাড় গরু নিজ বাড়ি থেকে চুরি হয়।

চুরির একদিন পরে ভাংগা থানায় অজ্ঞাত নামা আসামী করে অভিযোগ দায়ের করেন।গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার অফিসার ইনচার্জ, সুব্রত গোলদারের সার্বিক সহযোগীতায় এস,আই ইলিয়াস ও এস,আই রাশেদুজ্জামানের নেতৃত্বে সংগীয় ফোর্স সহ সাতরশি গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের বাড়ির সামনে রাস্তার উপর হইতে চোরাই গরু ও পিকআপ সহ পিতা পুত্রকে আটক করে সদরপুর থানা পুলিশ।

পরবর্তিতে ভাংগা থানার অভিযোগের সুত্র ধরে সদরপুর থানা পুলিশ ভাংগা থানার ওসি জিয়ারুল ইসলামের নিকট চোর সহ গরু দুটি গরুর মালিকের উপস্থিতিতে হস্তান্তর করেন সদরপুর থানা পুলিশ।

এ ব্যাপারে ভাংগা থানার অফিসার ইনচার্জ, জিয়ারুল ইসলাম জানান গরু চুরির ব্যাপারে আমার থানায় মামলা রয়েছে।

আমরা ঘটনার অধিকতর তদন্ত করছি ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর