বগুড়ায় মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ নারী গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৫৫ গ্রাম হেরোইনসহ মোছাঃফাতেমা ফাতেমা বেগম (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে “৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বুধবার (০৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে “৪ আর্মড পুলিশ ব্যদালিয়ন বগুড়া, জেলার সদর থানাধীন নিশিন্দারাস্থ মেহেরা সার্ভিস স্টেশন এর সামনে রংপুর- ঢাকাগামী মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ (পঞ্চান্ন) গ্রাম হেরোইনসহ ফাতেমাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী ফাতেমা বেগম নওগাঁ জেলার পত্নীতলা উপজেলাধীন আলপাকা ময়লাকুড়ি
(মাটিকাটা) গ্রামের নাজমুল হক এর স্ত্রী।
” ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া, এর পুলিশ পরিদর্শক মোঃ মোখলেছুর রহমান এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান,গ্রেফতারকৃত ফাতেমা বেগমকে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।