সারিয়াকান্দিতে ছাত্রী অপহরণের মূল হোতা গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে মূল অপহরণকারী আকুল মন্ডল(৩৫) কে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৮ জুন) দিবাগত রাত ৮টার দিকে র্যাব-১২,সিপিসি-৩, বগুড়ার একটি আভিযানিক দল গাবতলী উপজেলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আকালু মন্ডলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আকালু মন্ডল বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলাধীন কুবতলা গ্রামের মোঃ মোসলেম মন্ডলের ছেলে।
এর আগে,গত পহেলা জুন বগুড়ার সারিয়াকন্দি থানাধীন নারচী দক্ষিণপাড়া এলাকায় পঞ্চম শ্রণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী স্কুল শেষে আকালু মন্ডলের অটো গাড়ীতে চড়ে বাড়িতে আসার সময় আসামী আকালু ভিকটিমকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ১৫ জুন সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করে।
যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। স্কুলগামী শিক্ষার্থী ও সচেতন অভিভাবকের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়।
এ ঘটনায় জরিত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ফলশ্রুতিতে ১৭ রাত ৮ টায় র্যাব-১২, সিপিসি-৩, বগুড়ার একটি আভিযানিক দল গাবতলী উপজেলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আকালু মন্ডলকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি আকালু মন্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।