ভাবীকে হত্যার অভিযোগে দেবর গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে ধরে ভাবী আসমা বপগমকে হত্যার অভিযোগে দেবর(আব্দুল মুকিমকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার কাহালু উপজেলার কালাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দেবর আব্দুল মুকিম বগুড়া জেলার কাহালু উপজেলা কালাই ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত-তৈয়ব আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান।
মামলার বারাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান , মুকিম ও আব্দুল হাকিম দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এই বিরোধের জেরে ধরে শনিবার দুপুরে আব্দুল হাকিমের স্ত্রী আসমা বেগমের সঙ্গে দেবর মুকিমের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মুকিম ক্ষিপ্ত হয়ে ভাবি আসমা বেগমকে ধাক্কা দেন।
এতে আসমা বেগম মাটিতে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান। পরে তাকে আহত অবস্হায় উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শনিবার রাতেই নিহত আসমার ভাই মুকিম ও তার ছেলে রাকিব হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।পরে মুকিমকে গ্রেফতার করা হয়।
ওসি মাহমুদ হাসান আরও জানান,মরদেহ ময়নাতদন্ত শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একই সাথে গ্রেফতারকৃত মুকিমকে বিকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।