এআই ব্যবহারে পর্যাপ্ত জ্ঞান ছাড়াই কোর্স শেষ করছে শিক্ষার্থীরা: কুবি উপাচার্য

আপডেট: June 22, 2023 |
inbound4501360418919263003
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেবুলেশন: প্রবলেম এন্ড প্রসপেক্টস অফ হায়ার এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আমাদের যেসকল সমস্যা এবং সম্ভাবনা পাবো সেগুলো শিক্ষকদের জানানোর জন্যই এই আয়োজন।

শিক্ষার্থীরা এখন চ্যাট জিপিটিসহ অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এসাইনমেন্ট সাবমিট করতে পারে, যার ফলস্বরূপ তাদের কোর্সের সম্পর্কে জ্ঞান পর্যাপ্ত নাও হতে পারে।

এই বিষয়গুলো খেয়াল রেখে কোর্সের শিক্ষক যেনো শিক্ষার্থীদের পড়াতে পারে এবং তাদের বোঝাতে পারে এইগুলো কীভাবে ব্যবহার করা উচিত তার জন্য এই সেমিনার।’

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের আজকের এই সেমিনারের বিষয়টি বর্তমানে একটি আলোচিত বিষয়।

এই শিল্প বিপ্লবের বিভিন্ন এপ্লিকেশনের ব্যবহারের সুযোগ ও সমস্যা এগুলো নিয়ে চিন্তা করলে এই শিল্প বিপ্লব আমাদের বুঝতে সুবিধা হবে।

তাছাড়া এই সেমিনারটির ফলে শিক্ষকেরা তাদের লেকচারসহ সিলেবাসে পরিবর্তন করতে পারবে এবং কোর্সগুলো এই শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে ঠিক করতে পারবে।’

সেমিনারের সভাপতি অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ বলেন, ‘আগত শিল্প বিপ্লবের ফলে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাব্যবস্থায় প্রভাব পরবে।

বাংলাদেশের উচ্চশিক্ষায় এর ফলে কী সমস্যা এবং সম্ভাবনা সৃষ্টি হতে পারে সে বিষয় সবাইকে জানানোর জন্যই এই সেমিনারের আয়োজন করা হয়েছে।’

এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র ও পরামর্শক পরিচালনা দপ্তরের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর