রনি’র বন্ধুদের গাড়িতে হামলা, মারধরের ঘটনায় গ্রেফতার ১

আপডেট: July 1, 2023 |
inbound1454044008022554263
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে মিরাক্কেল খ্যাত জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা আবু হেনা রনি’র উপস্থিতিতে তার দুই বন্ধুকে মারপিট ও গাড়ি ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করছে পুলিশ।

উপজেলার গারিষাপাড়া অভিযান চালিয়ে মৃত্য হাকিম মোল্লার ছেলে আল আমিন(২৮) কে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে আবু হেনা রনি’র বন্ধু তহুরুল ইসলাম বাদী হয়ে চাতাল ব্যবসায়ী ছাবলু মোল্লাসহ ৫ জন ও অজ্ঞাতনামা আসামী করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান, আবু হেনা রনি’র দুই বন্ধুকে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করনে তার বন্ধু তহুরুল ইসলাম।

সাবলু মোল্লার প্রতিবেশী মৃত্য হাকিম মোল্লার ছেলে আল আমিনকে গ্রেফতার করে শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের ধরতে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় আবু হেনা রনিসহ তার চারজন বন্ধু আনন্দ সিনেপ্লেক্সে সিনেমা দেখার জন্য এসেছিলেন।

তার বন্ধু রাজু আহম্মেদের প্রাইভেটকারটি রাস্তার পাশে পার্কিং করে তিনি সিনেমা হলের গেটের সামনে দাড়িয়ে তার বন্ধুদের সাথে গল্প করতে ছিলো।

এসময় অপর একটি প্রাইভেটকার যোগে স্থানীয় চাতাল ব্যবসায়ী ছাবলু মোল্লা এসে তাদের গাড়ি রাখা দেখে গালিগালাজ করতে থাকে।

এক পর্যায়ে আবু হেনা রনি’র বন্ধুরা ছাবলু মোল্লাকে গালাগালি করেত নিষেধ করায় ছাবলু মোল্লা গাড়ি থেকে নেমে তাদের উপর চড়াও হয়।

পরে স্থানীয়রা তাকে বাধা দিলে ছাবলু মোল্লা উত্তেজিত হয়ে মোবাইল ফোনে তার কিছু স্বজনদের ফোন দিয়ে ডাকেন।

কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি মোটরসাইকেল এসে তার বন্ধুদের মারধর শুরু করলে দুই বন্ধু পালাতে পারলেও তহুরুল ইসলাম ও রাজু আহম্মেদকে ধরে বেধরক মারপিট করে জখম করে এবং তার প্রাইভেটকার ভাঙচুর করে।

পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে গুরুদাসপুর থানায় আসেন।

এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানিয়েছেন কমেডিয়ান রনি ।

Share Now

এই বিভাগের আরও খবর