কুবির বিএনসিসি প্লাটুনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট: July 21, 2023 |
inbound2732885569457837144
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের নবীন ক্যাডেট সংগ্রহে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১শে জুলাই) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় বিভিন্ন বিভাগের ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোঃ সামিন বখশ সাদী বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের নবীন ক্যাডেট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী ধাপ হচ্ছে মৌখিক সাক্ষাৎকার। আমাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ এবং মহিলাকে সাময়িক ক্যাডেট হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হবে।’

লিখিত পরীক্ষাকালীন সময়ে উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসি ও অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম, সামরিক প্রশিক্ষক সার্জেন্ট আবুল কাশেম, এক্স ক্যাডেট আন্ডার অফিসার মোঃ হাসানুর রহমান ও ক্যাডেট সার্জেন্ট আরিফা আক্তার তানজিনাসহ অন্যান্য ক্যাডেটগণ।

উল্লেখ্য, জ্ঞান ও শৃঙ্খলা এই মূলমন্ত্রকে ধারণ করে ২০০৯ সালের ২৯শে এপ্রিল বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন যাত্রা শুরু করে। বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন ৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্টে সেনা শাখার অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

Share Now

এই বিভাগের আরও খবর