ভিকারুন্নিসা ছেড়ে অন্য স্কুলে সেই অরিত্রীর বোন

আপডেট: January 22, 2019 |
print news

ভিকারুন্নিসা ছেড়ে অন্য স্কুলে ভর্তি হলো অভিমান করে আত্মহত্যাকারী সেই অরিত্রী অধিকারীর বোন ঐন্দ্রিলা।

অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, “আমার ছোট মেয়ে ঐন্দ্রিলাকে ভিকারুন্নিসা ছেড়ে অন্য স্কুলে ভর্তির ব্যবস্থা করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কাছে একটি আবেদন করেছিলাম। পরে বোর্ডের পক্ষ থেকে ফোন দিয়ে নতুন স্কুলে ভর্তির বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে ভর্তি সংক্রান্ত সব আনুষ্ঠানিকতাও শেষ করেছি।”

তিনি আরও বলেন, “ছোট মেয়েটি আর সেখানে (ভিকারুন্নিসা) যেতে চাচ্ছে না। ওরা দুই বোন একসঙ্গে স্কুলে যাতায়াত করতো। কিন্তু এখন সেখানে তার আর যেতে ইচ্ছা করছে না। আবার অনেকে নানা ধরনের কথা জিজ্ঞেস করে। তাই সবদিক বিবেচনা করে ভিকারুন্নিসা ছেড়ে অন্যত্র ভর্তি করানোর সিদ্ধান্ত নিই।”

উল্লেখ্য, অরিত্রী অধিকারী গত বছরের ৩ ডিসেম্বর আত্মহত্যা করে।

Share Now

এই বিভাগের আরও খবর