জয়পুরহাটে মাদ্রাসায় বিনামূল্যে ১ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ

আপডেট: August 10, 2023 |
inbound4605273944136265058
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কড়ই নুরুল হুদা কামিল (এম.এ) মাদ্রাসার সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী এবং এলাকাবাসীর মাঝে দেশের প্রখ্যাত আলেম ও ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত “আস-সুন্নাহ ফাউন্ডেশন” এর পক্ষ থেকে উন্নত প্রজাতির ১ হাজারের বেশী বিভিন্ন ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান সরকার এর সভাপতিত্বে বৃক্ষ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আস-সুন্নাহ ফাউন্ডেশন” প্রতিনিধি এবং অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মুকিম।

এসময় মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ তোহা আলম, শিক্ষক আনোয়ার জাহিদ, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী কর্মকর্তা এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে প্রায় ১ হাজার টির বেশী উন্নত জাতের আম্রপালি আম, থাই বারোমাসি পেয়ারা ও সিডলেস বারোমাসি লেবুর চারা বিরতণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর