রাজাপুরে আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
আপডেট: August 10, 2023
|


মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী ইসহাকাবাদ আলিম মাদ্রাসার ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল ১০টায় মাদ্রাসা সভাকক্ষে রাজাপুর সদর ইউনিয়ন আওয়ালীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ তাওহিদুল ইসলাম তহিদ এর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রিন্সিপ্যাল হযরত মাওলানা মোঃ আলমগীর হোসেন।
ইংরেজি প্রভাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি হযরত মাওলানা মোঃ হযরত মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, হযরত মাওঃ শামসুল আলম, ছাত্র অভিভাবক মোঃ আবুল কালাম, আওয়ামী যু্বলীগ নেতা মোঃ রাজিব ফরাজি, বিদায়ী ছাত্রদের পক্ষে মোঃ জাহিদ হোসেন প্রমুখ।
এসময় মাদ্রাসার অভিভাবকবৃন্দ, শিক্ষক, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।