চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটিকে ফুলের শুভেচ্ছা
বাবুল হৃদয়: ফুলেল শুভেচ্ছা নিতে নজির স্থাপন করলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটিন শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রোববার (৩ ফেব্রুয়ারি) বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে। অনুষ্ঠান শেষে সমিতির কার্যালয়ে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন দুইবার বিজয়ী সাধারন সম্পাদক বদিউল আলম খোকন।ফুলের শুভেচ্ছা নিতে গিয়ে তিনি নজির স্থাপন করলেন। সন্ধ্যায় দেশের প্রথম নারী বিষয়ক ইংরেজি দৈনিক পত্রিকা `Daily Women Bangladesh’ পরিবার ফুল দিতে আসেন জনপ্রিয় এই পরিচালককে। এসময় তিনি ফুল নিতে সামনের সারিতে না দাড়িয়ে সিনিয়র পরিচালক আজিজুর রহমানকে সামনে দিয়ে নিজে পিছনে দাড়িয়ে শুভেচ্ছা গ্রহন করেন। সামনে আসতে বললেও তিনি সিনিয়র পরিচালকে সম্মান জানিয়ে সামনে আসেনি।সমিতির একজন সিনিয়র পরচিালক বলেন, ‘চলচ্চিত্র এখন অস্থির সময় পার করছে। সিনিয়দের সম্মান যেন খুব কম চোখে পড়ে। এরই মধ্যে পরিচালক খোকন যে সম্মান দেখালেন এটা নজির স্থাপন করলেন। সবার মাঝে যেন এই বোধ উদয় হয়।এ সময় আর উপস্থিত ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ, মনতাজুর রহমান আকবর, দেলোয়ার জাহান ঝন্টু, নায়ক আলমগীর, ‘Daily Women Bangladesh’-এর প্রকাশক বাবুল হৃদয়, শিক্ষা সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ নুরজাহান বেগম, ফ্যাশন এডিটর সনিয়া সনি, বিনোদন প্রতিবেদক কনাসহ অনেকে। ফুলেল শুভেচ্ছা শেষে সমিতির সাংস্কৃতি ও ক্রীড়া সচিব শাহীন কবির টুটুল সঙ্গে আলাপ কালে ‘Daily Women Bangladesh’এর সাফল্য কামনা করেন।গত ২৫ জানুয়ারি বিএফডিসিতে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ১৮৩ ভোট পেয়ে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও ১৫৭ ভোট পেয়ে বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হন। দুজনই একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।গত ২৫ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মোট ভোটার ছিল ৩৬২ জন। এর মধ্যে ৩১৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু।চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে অংশ নেয় দুটি প্যানেল। এর মধ্যে একটি মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন আর অন্যটি বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী।