শুরু হয়েছে ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ

সময়: 11:37 am - February 19, 2019 | | পঠিত হয়েছে: 5 বার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন-২০১৯ এর মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় হল প্রাধ্যক্ষের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।
এ বিষয়ে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান বলেন, ২৫ ফেব্রুরায়ি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাধ্যক্ষের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম বিতরণ হবে।
প্রত্যেক ভোটার যেকোনো পদের জন্য মনোনয়ন সংগ্রহ করতে পারবেন।
মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। ইতোমধ্যে প্রত্যেক হলে মনোনয়ন ফরম পৌঁছে গেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও মনোনয়ন বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আর ভোটগ্রহণ হবে ১১ মার্চ (সোমবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

Share Now

এই বিভাগের আরও খবর