ঝালকাঠিতে ভোটার হতে এসে রোহিঙ্গা আটক

আপডেট: September 13, 2023 |
inbound4084860402922413675
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় নির্বাচন অফিসে ভোটার হতে গিয়ে মায়ানমারের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাচন অফিস থেকে নুরুল ইসলাম (২৩) নামে এক রোহিঙ্গা আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ.এম.গোলাম মোস্তফা।

তিনি জানান, বিকেলে ওই যুবক উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়।

এক পর্যায়ে তার সাথে কথা বলে ধারণা করা হয় সে রোহিঙ্গা। পরে জিজ্ঞেসবাদে তিনি নিজেই স্বীকার করেছে তিনি রোহিঙ্গা। এরপর নলছিটি থানা পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।

আটক রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম বলেন, রমজান মাসে যে কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে বের হয়। পরে সাইফুল ইসলাম তোতা নামে একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন অফিসে এসে ভোটার হতে চাইছিলাম।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এক রোহিঙ্গা যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর