ফরিদপুরে মুরগীর ট্রাকে ডাকাতি, ৪ ডাকাত গ্রেফতার

আপডেট: September 23, 2023 |
inbound7859759663362718823
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নগরকান্দায় মুরগির ট্রাকে ডাকাতি মামলার ডাকাত দলের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আজ ২৩ সেপ্টেম্বর শনিবার বেলা বারোটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ সময় সাংবাদিকদের ব্রিফ করে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন, আঃ সালাম বেপারী(৪২), মোঃ সোহেল সরদার (৩০), মোঃ রুবেল আকন (৪০), পাভেল খান (৩২)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো: শাহজাহান বলেন, ‘গত ২ এপ্রিল দুপুরে নগরকান্দা থানাধীন বাসাগাড়ি গ্রামের ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে এক পোল্ট্রি মুরগী ব্যবসায়ীর একটি খালি পিকআপ গাড়ী ঢাকা থেকে ঝিনাইদহ যাওয়ার সময়ে ০৫ জন ডাকাত দুইটি মোটরসাইকেল ব্যারিকেড দিয়ে গাড়ীটি থামায়।

ডাকাতরা গাড়ীতে থাকা ড্রাইভার মোঃ নুরুস খা, হেলপার রাকিব শেখ(২০) ও বেলায়েত হোসেন(২৩), এবং মুরগী ব্যবসায়ী সোহেল খানকে গাড়ী থেকে নামিয়ে রাস্তার পাশে নিয়ে এলোপাথাড়ি কিল, ঘুষি মারে।

এরই এক পর্যায়ে গাড়ীতে থাকা মুরগী কেনার পাঁচ লক্ষ ছিয়াশি হাজার টাকা ও তাদের একটি এমআই-১১ মোবাইল ফোন নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ভাংগা বিশ্বরোডের দিকে চলে যায়।

পুলিশ জানায়, উক্ত ঘটনায় ওইদিন দুপুরে গাড়ির ড্রাইভার মোঃ নুরুস খা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।

দীর্ঘদিন বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদল সনাক্ত ও গ্রেফতারের চেষ্টার পর নগরকান্দা থানার একটি টিম গত ২১ সেপ্টেম্বর মাদারীপুর জেলার শিবচার থানার যদুয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করে প্রথমে ডাকাত আঃ সালাম বেপারী ও মোঃ সোহেল সরদার কে আটক করে।

আটক ডাকাত সালাম বেপারীর স্বীকারোক্তি ও দেখানো মতে, তার কাছ থেকে ডাকাতি হওয়া মোবাইল ফোন ও চল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে, অভিযান পরিচালনা করে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে তাদের সহযোগী ডাকাত মোঃ রুবেল আকন (৪০) কে গ্রেফতার করে তার কাছ থেকে ডাকাতির আরো এক লক্ষ সাত হাজার টাকা উদ্ধার করা হয়।

পুনরায় আসামী রুবেলের দেয়া তথ্যমতে ঢাকার আশুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আরেক সহযোগী ডাকাত পাভেল খান (৩২) কে আটক করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা সবাই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং পলাতক অপর এল ডাকাতের তথ্য প্রদার করে।

পলাতক ডাকাতকে ধরতে এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যহত আছে বলে জানায় পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর