ফরিদপুরে ধর্ষণের পর হত্যা, দুই যুবকের ফাঁসির আদেশ

আপডেট: September 25, 2023 |
inbound9217446462720441677
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে এক নারীকে (২৬) ধর্ষণ শেষে হত্যার ঘটনায় দুই যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন, সদর উপজেলার মামুদপুরের সলিম মল্লিকের ছেলে আরজু মল্লিক (৩১) ও একই এলাকার বাবুল মিয়া ওরফে বাবুল মিস্ত্রির ছেলে সবুজ মিয়া (৩৬)।

রায় ঘোষণার সময় দুই আসামির মধ্যে আরজু মল্লিক আদালতে উপস্থিত ছিলেন, অপর আসামি সবুজ মিয়া পলাতক আছেন।

জানা যায়, ২০১৭ সালের ২১ ডিসেম্বর দুপুর সোয়া ১টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মামুদপুর গ্রামের সিরাজ মিয়ার কলার বাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।

ধর্ষণ ও হত্যার শিকার ওই নারীর পরিচয় প্রথমে উদ্ধার করা যায়নি। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফ্ফার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওইদিনই ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন তদন্ত করে জানতে পারেন ওই নারীর বাড়ি চট্টগ্রামের পাঁচশাইল গ্রামে।

পরে তিনি ফরিদপুরের মামুদপুর গ্রামের আরজু ও সবুজকে আসামি করে ২০১৮ সালের ১৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

Share Now

এই বিভাগের আরও খবর