ইবিতে তারুণ্যের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অরাজনৈতিক, জনকল্যাণমূলক এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে এবং টিএসসিসি সংলগ্ন রাস্তায় শিউলি, কাঠগোলাপ ও জ্যাকারান্ডাসহ প্রায় ১০ টি দেশি-বিদেশি গাছের চারা রোপণ করে সংগঠনটির সদস্যরা।
এসময় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যে’র উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মমতাজউদ্দিন।
এসময় অধ্যাপক ড. মোহাম্মদ মমতাজউদ্দিন ওষধি ও ফলজ গাছের গুণাগুণ সম্পর্কে আলোচনা করেন।
সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান তারুণ্যে’র সদস্যদের প্রসংশা করে বলেন, তারুণ্য’র সদস্যরা লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের স্বীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বিভিন্ন প্রশংসনীয় জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তারুণ্য’র মাহাত্ব্যকে ফুটিয়ে তুলেছে।
তারুণ্যের বর্তমান সভাপতি মো: মারুফ হোসেন বলেন, গাছ আমাদের পরম বন্ধু যেটি ব্যাতিত আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন।
এছাড়াও পরবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও সেগুলোর যত্ন নিতে উৎসাহিত করেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য শুধু ক্যাম্পাসকে সাজিয়ে তোলা নয়, বরং মেম্বারদের ভেতরও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং উপকারিতা উপলব্ধি করানো।