সিংগাইরে বৃক্ষ পরিচিতি মেলায় ক্ষুদে শিক্ষার্থীদের ঢল

আপডেট: October 11, 2023 |
inbound2666408335756441693
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো প্রযুক্তির অতিমাত্রায় ব্যবহার কোমলমতি শিশুদের আসক্তি থেকে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী “শিশুদের বৃক্ষ পরিচিতি মেলা।”

“পরম বন্ধু গাছকে জানি” এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি অফিস ও শিক্ষা অফিসের সহযোগিতায় বুধবার (১১ অক্টোবর) উপজেলা চত্বরে দিনব্যাপী চলে এ মেলা।

সকাল থেকেই ফলজ ও ওষুধি গাছ এবং বীজের সাথে পরিচিত হতে মেলা প্রাঙ্গনে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের ঢল নামে।

উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক বিদ্যালয় থেকে ২ জন শিক্ষকের নেতৃত্বে ১৫ জন করে শিক্ষার্থী নিয়ে বৃক্ষ পরিচিতি মেলায় অংশ নেন তারা ।

দুপুরে মেলা প্রাঙ্গন ঘুরে ঘুরে মুখ্য আলোচক প্রকৃতি ও পরিবেশ বিষয়ক লেখক এবং গবেষক বাংলা একাডেমীর ফেলো মোকারম হোসেন শিক্ষার্থীদের গাছ ও বীজের সাথে পরিচয় করিয়ে দেন।

মেলায় ২২৮ প্রজাতির গাছ ও ১২০ প্রকার বীজ প্রদর্শিত হয়। শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে গাছ ও বীজের নাম খাতায় লিপিবদ্ধ করে নেয়।

বিকেল ৪ টার দিকে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথের সভাপতিত্বে ও রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জহুরা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার মো হাবিবুল বাশার চৌধুরী ও শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার।

পরিশেষে মুখ্য আলোচক মোকারম হোসেনের পরিচালনায় শিশু শিক্ষার্থীরা গাছ ও বীজ সম্পর্কিত কুইজ প্রতিযোগীতায় অংশ নেয়।

বিজয়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

সেই সাথে মেলায় সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের বৃক্ষ প্রতিকৃতি সম্বলিত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর