ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে শিবগঞ্জে মুসল্লীদের বিক্ষোভ

আপডেট: October 20, 2023 |
alem
print news

শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর( শুক্রবার) জুম্মার নামাজ শেষে শিবগঞ্জ উপজেলার বরকতিয়া জামে মসজিদ থেকে সাধারণ মুসল্লীদের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় বরকতিয়া জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বরকতিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলমগীর হোসেন, মাওলানা আনিছুর রহমান, ব্যাংকার আমজাদ হোসেন, আলহাজ¦ মাহবুবুর রহমান মতি, মাওলানা গোলজার হোসেন, মাওলানা তারেক রহমান, মাওলানা আনছার আলী, অধ্যাপক রেজাউল করিম, মাওলানা দেলোয়ার হোসেন, প্রভাষক জামিদুল ইসলাম, মাস্টার রুবেল, ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদসহ শতাধীক সাধারণ মুসল্লী।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের ও জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর