আজ মহাষ্টমী ও সন্ধিপূজা

আপডেট: October 22, 2023 |
inbound3444179624621950007
print news

চন্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আজ সন্ধ্যা ৫টা ৪৮ মিনিট পর্যন্ত অষ্ঠমী তিথি স্থায়ী হবে ও ৬.১২ মিনিট পর্যন্ত সন্ধিপূজা এবং সন্ধ্যা ৫.৪৮ মিনিট এ বলিদান। এর মধ্যে নবপত্রিকা প্রবেশ ও অষ্ঠমীবিহিত পূজা সম্পন্ন হবে।

শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহাষ্ঠমী কল্পারম্ভ ও কেবল মহাষ্ঠমী কল্পারম্ভ এবং মহাষ্ঠমী বিহিত পূজা প্রশস্তা।
পূজা শেষে পুণ্যার্থীরা উপবাস পালন করে অঞ্জলি দেবেন।

ষষ্ঠীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে উৎসব শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন পূজার ধুম।

রংবেরঙের পোশাক পরে বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমিয়েছে মন্ডপগুলোতে।

সন্ধ্যায় ঢাকের তালে আরতীর জন্যও রয়েছে তাদের আলাদা প্রস্তুতি।

উদ্বোধনী অনুষ্ঠানে আগমনী গান এবং নাচ পরিবেশন করেন শিল্পীরা। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে নেওয়া হয়েছে নি-িদ্র নিরাপত্তাব্যবস্থা।

নারিন্দা শাহসাহেব লেনের (নারিন্দা নব তরুন সংসদ) পূজামন্ডপ সাজানো হয়েছে বর্ণিল আলোয়।

নারিন্দা নব তরুন সংসদ পূজা কমিটির সভাপতি শ্রী খোকন দাস বলেন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসব বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গোৎসবের মূলমন্ত্র হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা।

তিনি আরো বলেন, সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।

আবহমান কাল থেকে হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে দুর্গাপূজা উদ্যাপন করে আসছে।

এই শারদীয় উৎসব আজ একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অসাম্প্রদায়িক, উদারনৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সার্বিক সহযোগীতায় :

inbound2481868302023741569

Share Now

এই বিভাগের আরও খবর