নয়াদিল্লি গেলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট: May 30, 2019 |
print news

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিশেষ বিমানটি বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টায় দিল্লির উদ্দেশে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। আগামীকাল সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে শপথ বাক্য পাঠ করাবেন সেদেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথ গ্রহণ অনুষ্ঠানে শেষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

Share Now

এই বিভাগের আরও খবর