মানবিক স্বেচ্ছাসেবী মিনহাজ হাসান মিনয়

আপডেট: November 20, 2023 |
inbound8883422717002985774
print news

রকিবুল হাসান রিপন, লালমনিরহাট প্রতিনিধি : “মিনহাজ হাসান মিনয়” বিনা মূল্যে রক্ত দান ও রক্ত সংগ্রহ করে অসহায় মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এগিয়ে আসা মানবিক স্বেচ্ছাসেবী। এটাই তার একমাত্র নেশা ও পেশা।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্ণা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিনহাজ হাসান মিনয়।

উপজেলার হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের অনার্স ১ম বর্ষে ছাত্র। পড়াশোনার পাশাপাশি যুক্ত রয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে।

কখনো রক্তের জন্য ছোটাছুটি করেন, আবার কখনো অসহায় মানুষের পাশে দাঁড়ান। এজন্য তিনি তার এলাকায় বেশ সুনাম কুড়িয়েছেন।

তিনি গ্রীন ভয়েস (পরিবেশবাদী যুব সংগঠন), হেল্প বিনামূল্যে রক্তদান সংগঠন, টিম ইমারজেন্সিসহ আরো অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

মিনহাজ হাসান মিনয় বলেন, ছোট বেলায় দেখতাম আমার নানা বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান বিভিন্ন মানবসেবা মূলক কাজ করতেন।

নানার এসব কাজ দেখে আমার ইচ্ছে জাগে আমিও মানুষের পাশে দাঁড়াবো, এজন্য মুলত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হওয়া।

২০১৯ সালে হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠান থেকে জীবনে প্রথম রক্তদান করে সেচ্ছাসেবী সংগঠনে পা রাখি। পরে আস্তে আস্তে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে মানব সেবার কাজে জড়িয়ে যাই।

পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য গ্রীন ভয়েস নামক একটি (পরিবেশবাদী যুব সংগঠনের) সাথে যুক্ত হই।

করোনাকালীন সময় বিভিন্ন জায়গায় জীবাণু নাশক স্প্রে ও করোনা আক্রান্ত রোগীর বাসায় খাবার, ঔষধ থেকে শুরু করে তাদের পাশে থেকে মানসিক শক্তি জোগানোর জন্য টিম ইমারজেন্সি নামক সংগঠনে যুক্ত হই।

তিনি বর্তমানে হেল্প বিনামূল্যে রক্তদান প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, এলিট রক্তদান ফাউন্ডেশনের লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক, গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার দপ্তর সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন।

তিনি নিজেকে একজন সেচ্ছাসেবী ও অসহায় মানুষের বন্ধু হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর