দূর্বৃত্তের আগুনে পুড়ে গেল গরীবের স্বপ্ন

আপডেট: November 20, 2023 |
inbound4765818255543634995
print news

রকিবুল হাসান রিপন, লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় রফিকুল ইসলাম নামে এক কৃষকের বাড়ির আঙ্গিনায় থাকা ধানের গাদায় আগুন দিয়েছেন দূর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৭ বিঘা জমির ধান পুড়ে গেছে।

সোমবার ভোরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ভোরে রফিকুল ইসলামের প্রতিবেশীরা ধানের গাধায় ধোঁয়া দেখতে পায়।স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেন।

এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ধানের গাদা।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম বলেন,কে বা কাহারা আমার বাড়ির আঙ্গিনায় থাকা ৭ বিঘা জমির ধানের গাদায় আগুন দিয়েছে।

এতে করে আমার প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

এ বিষয়ে আমি আইনিপদক্ষেপ গ্রহণ করবো
হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মনির হোসেন জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেই ।

সংবাদ দেরীতে পাওয়ায় কৃষকের বেশিরভাগ ধানের গাধা পুড়ে গেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন,অগ্নিকাণ্ডের ঘটনাটি জানা নেই।

ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর