বরগুনার বামনায় অস্ত্রসহ এক ডাকাত আটক

আপডেট: November 20, 2023 |
inbound7116914764806467882
print news

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলার আব্দুল মালেক (৫২) নামে এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র (শর্টগান) উদ্ধার করা হয়।

সোমবার (২০ নভেম্বর) রামনা ইউনিয়নের পূর্ব বলইবুনিয়া গ্রামে খতিব বাড়ি সংলগ্ন এলাকা রাত আনুমানিক ১টার স্থানীয় জনতা শট গানসহ তাকে আটক করে। পুলিশ খবর দেয়।

ডাকাতের ভাষ্যমতে, তার বাড়ি কাঠালিয়া উপজেলার মহেশখালী গ্রামের মো. সেকান্দার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, তাদের এলাকায় ঢুকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ওই ডাকাত। পরে এলাকাবাসীর সবাই মিলে অস্ত্রসহ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি মাঈনুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় অস্ত্রসহ এক ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কাঠালিয়া সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর