কেন্দুয়ায় ইটভাটার মাটি আনতে গিয়ে গাড়ি উল্টে চালক নিহত

আপডেট: December 3, 2023 |
inbound7126661351935410990
print news

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ইটভাটার জন্য মাটি আনতে গিয়ে লড়িগাড়ি দুর্ঘটনায় চালক শাহিন মিয়া(২৫) নিহত হয়েছেন।

নিহত শাহিন মিয়া গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন জানান, শনিবার (০২ ডিসেম্বর) বিকালের দিকে বৈখেরহাটি পশ্চিম পাড়া থেকে মদিনা ব্রিকস নামক ইটভাটার লড়িগাড়ি দিয়ে মাটি নেয়ার সময় লড়িটি উল্টে যায় এবং লড়ির নীচে পড়ে চালক শাহিন মিয়া গুরুতর আহত হয়।

পরে স্হানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের চেয়ারম্যান শাহিন মিয়া লড়িগাড়ি দূূঘটনায় চালক শাহিন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার উপপরিদর্শক দেবাশীষ চন্দ্র দত্ত সড়ক দুর্ঘটনায় লড়ি চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং লড়িটি স্হানীয় চেয়ারম্যানের জিম্মায় আছে।

শাহিনের বাড়ি যেহেতু অন্য উপজেলায় তাই রবিবার তার পরিবারের লোকজন থানায় আসবে।

পরে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর