বাগেরহাটে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

আপডেট: June 27, 2019 |

বাগেরহাটের শরণখোলায় বসত ঘর থেকে ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জুন) বিকেলে উপজেলার খুড়িয়াখালী গ্রামের শাহজাহান ফরাজীর ঘর থেকে অজগরটিকে উদ্ধার করে ওয়াইল্ড টিমের সদস্যরা। পরে পূর্ব সুন্দরবন বনবিভাগের কর্মকর্তাদের সামনে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয় উদ্ধার হওয়া অজগরটিকে।

ওয়াইল্ড টিম শরণখোলা শাখার ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে এসে শাহজাহান ফরাজীর ঘরে ঢুকে পড়ে। সেখানে তিনটি মুরগির ডিম খেয়ে ঘরের মধ্যে অবস্থান করে। বিষয়টি আমরা জানতে পেরে ওয়াইল্ড টিমের সদস্যদের নিয়ে অজগরটিকে উদ্ধার করি। পরে বনবিভাগের কর্মকর্তা সিপিজি, ভিটিআরটি সদস্যদের উপস্থিতিতে অজগরটিকে বনে অবমুক্ত করা হয়।

শরণখোলা ষ্টেশন কর্মকর্তা সামসুল আলম বলেন, ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটিকে উদ্ধার করে আমাদের খবর দেয়। পরে সকলের সমন্বয়ে অজগরটিকে বনে অবমুক্ত করি।

Share Now

এই বিভাগের আরও খবর