বরগুনায় বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


বরগুনা প্রতিনিধিঃ ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।
শীতবস্ত্র বিতরণ শুধু অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
সেচ্ছাসেবী সংগঠন নোমান’স কেয়ারের উদ্যোগে শীতার্ত ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে নোমান’স কেয়ারের পরিচালক এহসান আহমাদ নোমান এ কথা বলেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নোমান’স কেয়ারের উদ্যোগে বরগুনা পৌর শহরের কলেজ ব্রাঞ্চ রোডস্থ নোমান’স কেয়ার কার্যালয়ে অসহায় সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় শতাদিক কম্বল ও নগদ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, নোমান’স কেয়ার বরগুনার ব্যতিক্রমী একটি শিক্ষাকেন্দ্র। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর ঈদে শিশুদের মাঝে ঈদবস্ত্র ও শীতে শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে।