ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিল সহ মাদক কারবারি আটক

আপডেট: January 24, 2024 |
boishakhinews24.net 92
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ২০ বোতল ফেন্সিডিলসহ জেনারুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের মধ্যপারপুগী শিবগঞ্জ ডিগ্রী কলেজ এলাকা থেকে পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া ক্রয়-বিক্রয় করার সময় ২০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে আটক করা হয়।

এসময় শহিদুল ইসলাম (৩৫) নামে আরো একজন আসামি পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানার এসআই এহসানুল করিম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করে।

আটককৃত জেনারুল ইসলাম (৩২) হরিপুর উপজেলার বনগাঁও তসিরপাড়া গ্রামের ফরিজ উদ্দীনের ছেলে। অপর আসামি এক‌ই উপজেলার বেলডাঙ্গী গ্রামের মৃত তসীর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৫)। তিনি পলাতক রয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, ২০ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় সদর থানায় দু’জনের নাম উল্লেখ করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। জেনারুল আটক হলেও অপর আসামি শহিদুল ইসলাম পলাতক রয়েছে। তাকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর