বগুড়া জেলা পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


শাহজাহান আলী,জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা পুলিশের উদ্যোগে দই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি ) বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া পুলিশ লাইন্সে দুই শত শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
বগুড়া জেলা পুলিশের আয়োজনে ও নাভানা গ্রুপের সহযোগিতায় এসব শীতবস্ত্র( কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র শীতার্ত মানুষের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী।
এ সময় তিনি বলেন, আমাদের সকল কাজ হওয়া উচিত মানবতার জন্য , যিনি মানুষের জন্য কাজ করেন তার কাজের জন্য মহান সৃষ্টিকর্তা অবশ্যই কিছু করেন।
সেই জন্য আমাদের পরীক্ষাই হচ্ছে মানবতার পরীক্ষা। আমরা যেমন ঈদের সময়, পূজার সময় এবং শীতের সময়, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি,তারই ধারাবাহিকতায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আর এই শীতবস্ত্র এটা কোনো দান নয় এটা শীতার্তদের জন্য উপহার।
চলতি শীত মৌসুমে দ্বিতীয় ধাপে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার( ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, সদর সার্কেল শরাফত ইসলাম, নাভানা গ্রুপের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার ফয়সাল আহম্মেদ ও সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইহান ওলিউল্লাহ।