আক্কেলপুরে সরস্বতী পূজা উদযাপিত

আপডেট: February 14, 2024 |

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে সারা দেশের ন্যায় প্রচুর উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িসহ উপজেলার সর্ববৃহৎ বিদ্যাপীঠ আক্কেলপুর সরকারি মজিবুর রহমান কলেজ মাঠে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর কৃপালাভের আশায় পূজার আয়োজন করা হয়। ভক্তরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, মঙ্গল প্রার্থনা ও প্রসাদ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোলেমান আলী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার আহ্বায়ক চৈতন্য চ্যাটার্জী, উক্ত কলেজের প্রভাষক স্বপন সরকার, অধির চন্দ্র দেবনাথ, মুক্তা সাহা, পূজা কমিটির সভাপতি সবুজ কুমার দাস, সাধারন সম্পাদক সৌরভ কুমার দাস সহ উক্ত কলেজের সকল সনাতনী শিক্ষার্থীবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর