বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার ৬৫

আপডেট: March 1, 2024 |

রাজধানীর বেইলি রোডে বাণিজ্যিক ভবনের কাচ্চি ভাই রেস্টেুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিটপ্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনে আটকে পড়াদের মধ্যে ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন আরও অনেকে।

এদিকে আগুন লাগার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আহতরা হলেন-শাকিল (২৪), উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২) ও জুয়েল (৩০)। বাকীদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

জানা গেছে, আগুন দেখতে পেয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়েছেন অনেকে। আহতদের অনেকেই আবার নিজেরা বিভিন্নভাবে লাফিয়ে নেমেছেন। তাদের ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার সময় ভবন থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার জানান, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে ‘কাচ্চি ভাই’ নামের রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, রাত ৯টা ৫১ মিনিটের দিকে রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়ে মোট দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট এবং পরে আরও চারটি ইউনিটসহ মোট ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর