৭২ বিজিবি সদস্যকে পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

আপডেট: March 4, 2024 |
inbound2778776248323563936
print news

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে ৭২ বিজিবি সদস্যকে পদক পরিয়ে দেন।

আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ড বর্ডার গার্ড কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধান অতিথিকে বরণ করেন বিজিবি মহাপরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রী। খোলা জিপে বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন শেষে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৭২ বিজিবি সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া পিলখানায় বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করেন তিনি। পরে বিজিবি সদস্যদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

Share Now

এই বিভাগের আরও খবর