জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান

আপডেট: March 11, 2024 |
inbound1692180330568202086
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা ও বাইসাইকেল বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ফজলে ওয়াহিদ, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, ভাদশা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তারিক হোসেন প্রমুখ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রকল্পের আওতায় সদর উপজেলার ৫০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ৪১০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর