মেট্রোরেল চলাচল বন্ধ

আপডেট: May 27, 2024 |
inbound6800448782000653117
print news

আজ সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হবে।

আজ সোমবার (২৭ মে) সকালে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল।

গত শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়।

এর আগে উত্তরা-মতিঝিল মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) বিদ্যুতের তারে কখনো ঘুড়ি আটকে, আবার কখনো ফানুস আটকে গিয়েও পরিষেবা বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

এমন প্রেক্ষাপটে মেট্রোর এ লাইনের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাটিতে গলদ দেখছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা।

তারা বলছেন, ওভারহেড ক্যাটেনারি প্রযুক্তিটি শত বছরের পুরনো। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের মেট্রো ব্যবস্থায় ব্যবহারের জন্য এ প্রযুক্তি আদর্শ নয়।

থার্ড রেলের (ট্রেনে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, যেখানে রেললাইনের সমান্তরালে তৃতীয় একটি রেল পাত দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়) মতো প্রযুক্তি ব্যবহার করলে দুর্যোগ বা ঘুড়ি-ফানুস আটকে যাওয়ার মতো মানবসৃষ্ট কারণে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি এড়ানো যেত।

Share Now

এই বিভাগের আরও খবর