ন্যাড়া হলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী

আপডেট: May 29, 2024 |
boishakhinews 108
print news

টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র ন্যাড়া হয়েছেন! আর সেই ছবি কেন্দ্র করে টলিপাড়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। রুক্মিণী বলছেন লোকে কী বলছে- এই নিয়ে ভাবলে জীবন চলে না।

স্থানীয় গণমাধ্যম রুক্মিণীর কাছে জানতে চেয়েছিলো ন্যাড়া মাথা দেখে প্রেমিক দেব কী বলছেন? রুক্মিণী জানিয়েছেন, ন্যাড়া মাথায় তাকে দেখার পরে দেব বলেছেন, ‘মাথার চুল ছাড়াও যে তোমাকে এত ভালো দেখা যায় এর আগে আমার কোনও ধারণা ছিল না।’

সায়েন্স ফিকশন কমেডি সিনেমা ‘বুমেরাং’-এ জিৎ এর সঙ্গে জুটি বেঁধেছেন রুক্সিণী মৈত্র। এই সিনেমাতেই ন্যাড়া লুকে দেখা দেবেন নায়িকা। নিজের লুক নিয়ে রুক্মিণী বলেছেন, আসলে ন্যাড়া হয়েও যে গ্ল্যামারাস হওয়া সম্ভব, আমার মনে হয়, লুকটা সে কথাই প্রমাণ করে।

উল্লেখ্য, বুমেরাং সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। একটি বাস্তব চরিত্র, অন্যটি রোবট। রোবট চরিত্রের জন্যই তার এই ন্যাড়া লুক। তবে এজন্য অনেক কষ্ট করতে হয়েছে নায়িকাকে। শুটিং শুরুর আগে গড়ে পাঁচ ঘণ্টা সময় ধরে মেকআপ নিতে হয়েছে। দুই ঘণ্টায় রোবট লুক বাকি তিন ঘণ্টায় ন্যাড়া লুক দেওয়ার জন্য কাজ করতেন মেকআপ আর্টিস্ট বীথিকা বেনিয়া।

Share Now

এই বিভাগের আরও খবর