বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ১৮ কি.মি. রাইড করলো কুবি সাইক্লিস্ট

আপডেট: May 29, 2024 |
inbound6661129680670191017
print news

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ১৮ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের সাইক্লিস্টদের সংগঠন ‘কুবি সাইক্লিস্ট’ ১৮ কিলোমিটারের সাইকেল রাইডের আয়োজন করেছে। এই উদ্যোগের সহযোগিতায় ছিল কাশফুল ট্যুরস এন্ড ট্রাভেলস।

বুধবার (২৯ মে) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সাইকেল রাইডটি শুরু হয়ে কোটবাড়ি, কোটবাড়ি বিশ্বরোড হয়ে মোট ১৮ কি.মি পথ রাইড করে বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।

এই যাত্রায় কুবি সাইক্লিস্টের সদস্যরাসহ মোট ২০ জন রাইডার উপস্থিত ছিলেন।

এই আয়োজন সম্পর্কে রাইডার মামুন বলেন, ‘আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৮ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখার জন্য ১৮ কিলোমিটারের এই রাইডটি করেছি।

গতকাল বিশ্ববিদ্যালয় দিবস ছিল। কিন্তু আবহাওয়া ভালো না থাকার কারনে আমরা আজকে এই আয়োজনটি করি।

সাইকেল রাইড স্বাস্থ্যের জন্য উপকারী সাথে সাথে এর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় দিবসটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছি’

Share Now

এই বিভাগের আরও খবর