কুবিতে এক যুগ পূর্তিতে আন্তর্জাতিক নাট্য উৎসবের আয়োজন

আপডেট: July 3, 2024 |
inbound6318156856381384426
print news

কুবি প্রতিনিধি : থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি উপলক্ষে তিন দিনের নাট্য উৎসবের আয়োজন করেছে সংগঠনটি। আগামী ৪ থেকে ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তিনদিন ব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হবে।

বুধবার (০৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানের আয়োজন সমূহের মধ্যে থাকছে আন্তর্জাতিক নাট্য উৎসব ২০২৪, নবীন বরণ ও প্রবীন বিদায় ২০২৪ এবং পুনর্মিলনী।

নাট্য উৎসবের প্রথম দিন (৪ জুলাই) থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘মাল্যদান’ নাটকটি প্রদর্শন করবে। নাটকের নির্দেশনায় ইশতিয়াক আহমেদ এবং গুলশান পারভীন সুইটি।

দ্বিতীয় দিনে (৫ জুলাই) মৃণাল মুখোপাধ্যায় রচিত ‘যুযুধান’ নাটকটি প্রদর্শিত হবে। নাটকটি প্রদর্শন করবে কলকাতার নাট্য সংগঠন ‘মছলন্দপুর ইমন মাইম সেন্টার’। নাটকের নির্দেশনায় থাকবে জীবন অধিকারী।

এছাড়াও ধীরাজ হাওলাদারের নির্দেশনায় ”একটি গাছ একটি প্রাণ ও দেখা” মূকাভিনয় প্রদর্শিত হবে।

নাট্য উৎসবের শেষ দিনে (৬ জুলাই) সকাল ১০ ঘটিকায় পুনর্মিলনী এবং সন্ধ্যা ৬ টায় নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সংগঠনটি ১৩ বছরে পদার্পণ করলেও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উৎসবটি ৪-৬ জুলাই অনুষ্ঠিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর