এবারের নির্বাচনের পর আপনাদের আর আমাকে ভোট দিতে হবে না: ট্রাম্প

আপডেট: July 28, 2024 |
inbound222811434811442257
print news

আসন্ন মার্কিন নির্বাচনের দৌড়ে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি বড় বার্তা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রাম্প বলেছেন, আগামী নির্বাচনে তাকে ভোট দিলে পরবর্তী চার বছর আর ভোট দেওয়ার প্রয়োজন হবে না খ্রিস্টানদের।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্রাম্পের এ মন্তব্যের কারণ পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের নির্বাচনে ভোট দিতে কম দেখা যায়। ধারণা করা হচ্ছে, ভোটদানে উৎসাহিত করতেই এমন বক্তব্য দিয়েছেন ৭৮ বছর বয়সী ট্রাম্প।

খ্রিস্টানদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা বের হয়ে আসুন এবং আমাকে ভোট দিন। এরপর আপনাদের আর ভোট দিতে হবে না। চার বছর পর সব কিছু ঠিক হয়ে যাবে। আপনাদের আর ভোট দিতে হবে না।

আমি খ্রিস্টানদের ভালোবাসি, আমিও একজন খ্রিস্টান। চার বছরের মধ্যে আর ভোট দিতে হবে না। আমরা এমনভাবে বিষয়গুলো সমাধান করব যাতে আপনাদের আর ভোট দিতে না হয়।’

এর আগে গত মাসেও খ্রিস্টানদের প্রতি আগামী নভেম্বর মাসে তার পক্ষে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

শুধু তাই নয়, তিনি নির্বাচিত হলে তাদের ধর্মীয় স্বাধীনতাকে ‘কঠোরভাবে’ সুরক্ষা করবেন বলে অঙ্গীকার করেন।

জুনে রক্ষণশীল অ্যাডভোকেসি গ্রুপ ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের ওয়াশিংটন কনফারেন্সে ট্রাম্প কয়েকশ সমর্থককের উদ্দেশে বলেন, ‘ইভানজেলিক্যানস এবং খ্রিস্টানরা যতটা ভোট দেওয়া উচিত ততটা দেয় না।

তারা প্রতি রোববার গির্জায় যায়, কিন্তু তারা ভোট দেয় না।’
ওই সভায় সমর্থকদের বলেন, ‘আমরা আমাদের স্কুলে, সামরিক বাহিনীতে, সরকারে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের হাসপাতালে এবং আমাদের পাবলিক স্কয়ারে খ্রিস্টানদের রক্ষা করব।’

মার্কিন জনসংখ্যায় প্রায় ৬৮ শতাংশ মানুষ খ্রিষ্টান ধর্মালম্বী। নির্বাচনী প্রচারিভাযানে খ্রিস্টান সম্প্রদায়ের ভোটব্যাংক নিজের পক্ষে নিতেই কৌশলী অবস্থান নিয়েছেন ট্রাম্প।

Share Now

এই বিভাগের আরও খবর