দেশ ছাড়লেন অভিনেত্রী ববিতা

আপডেট: August 11, 2024 |
inbound2159668012778425400
print news

ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। করোনায় আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে থাকার পর গেল মাসের শেষদিকে বাসায় ফেরেন। করোনায় আক্রান্ত ও বাসায় ফেরার খবরটি তখন নিশ্চিত করেন তারই ছোট বোন অভিনেত্রী চম্পা।

সে সময়ই তিনি জানান, সুস্থতা ও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠলেই ববিতা পাড়ি দিবেন কানাডায়। কারণ সেখানে তার একমাত্র ছেলে অনিক থাকেন। আর এই অভিনেত্রীও সময় পেলে ছুটে যান ছেলে কাছে।

অবশেষে শুক্রবার ( ৯ আগস্ট) দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন ববিতা। যাওয়ার আগে অভিনেত্রী বলেছেন, ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল।

সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি। কানাডার উদ্দেশে রওনা হলাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে গেল ১৮ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ববিতা। এর আগেও, করোনা হানা দিয়েছিল তার শরীরে।

করোনার কারণে এবার ছেলে কাছে যেতে পারেননি এই অভিনেত্রী। শুধু তাই নয়, ৩০ জুলাই ববিতা তার ৭১তম জন্মদিনও পালন করতে পারেননি।

Share Now

এই বিভাগের আরও খবর