কুবিতে গণ ত্রাণ কর্মসূচী শুরু

আপডেট: August 27, 2024 |
inbound1597207699221733558
print news

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বন্যা কবলিত মানুষদের পাশে দাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ কর্মসূচী শুরু করেছে ‘পাটাতন’ নামক একটি সংগঠন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সকাল ১০ টা থেকে একটি নির্দিষ্ট বুথে এই গণ ত্রাণ কর্মসূচী শুরু হয়।

পাটাতন বিশ্ববিদ্যালয়ের একটি বুদ্ধিভিত্তিক সংগঠন। বর্তমানে তারা বন্যা কবলিত মানুষদের সাহায্যে কাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গণ ত্রাণ হিসেবে তারা শুকনো খাবার, ভারী খাবার, টাকা-পয়সা, কাপড়চোপড় সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস গ্রহণ করা হচ্ছে।

এই গণ ত্রাণ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও টাকা পয়সা, কাপড়চোপড় দিয়ে সাহায্য করেছে।

ত্রাণ দিতে আসা আশরাফুল ইসলাম নামক এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের সামর্থ অনুযায়ী সাহায্য করেছি।

আমাদের সবার বন্যা কবলিত মানুষদের পাশে দাড়ানো উচিৎ। পাটাতনকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য।

পাটাতনের সদস্য মাসুম বিল্লাহ বলেন, বন্যার্তদের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণগুলো আসছে সেগুলো আমরা সবার সাথে কোর্ডিনেট করে বন্যা কবলিত এলাকায় পৌঁছে দিচ্ছি। আশা করি সবাই বন্যা কবলিত মানুষের পাশে থাকবেন।

এর আগে বন্যার শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা, বিভিন্ন সংগঠন বন্যার্তদের ত্রাণ দিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাসগুলোও ত্রাণ দেয়ার ব্যাপারে ২৪ ঘন্টা উন্মুক্ত ছিল।

Share Now

এই বিভাগের আরও খবর