সোহরাওয়ার্দী কলেজের নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নিল সোকসাস
আবিদ হোসেন, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের নতুন অধ্যক্ষ হলেন অধ্যাপক ড.কাকলি মুখোপাধ্যায়।নতুন অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নিল সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস) এর সদস্যরা।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে নতুন অধ্যক্ষ অধ্যাপক ড.কাকলী মুখোপাধ্যায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ ড.ফরিদা ইয়ামিনসহ অন্যান্য বিভাগীয় শিক্ষকবৃন্দ।
অধ্যক্ষ অধ্যাপক ড.কাকলী মুখোপাধ্যায় সোহরাওয়ার্দী কলেজের ২৮ তম অধ্যক্ষ হিসেবে সাবেক অধ্যাপক মোঃ মোহসিন কবীরের স্থলাভিষিক্ত হয়েছেন।
অধ্যাপক মোঃ মোহসিন কবীর গত ১১ আগষ্ট শিক্ষার্থীদের জোরালো আন্দোলনের মুখে পরে পদত্যাগ করেন। এরপর দীর্ঘ এক মাস উপাধ্যক্ষ ড. ফরিদ ইয়াসমিন কলেজ প্রশাসনের দায়িত্ব পালন করেন।
এর আগে অধ্যক্ষ অধ্যাপক ড.কাকলি মুখোপাধ্যায় সদরপুর সরকারি কলেজ, ফরিদপুরে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
শুভেচ্ছার সময় উপস্থিত ছিলেন সোকসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াছিন মোল্লা, বর্তমান সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আকবর চৌধুরী, দপ্তর সম্পাদক অবন্তিকা সাহা, অর্থ সম্পাদক আবিদ হোসেন, নারী বিষয়ক সম্পাদক জিনিয়া ঐশ্বর্য।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বর্তমানে সিনিয়র সদস্য লিখন হোসেন সহ সোকসাসের অন্যান্য সদস্যবৃন্দ।