বৈরুতে ইসরায়েলি হামলা: হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১২

আপডেট: September 21, 2024 |
inbound5272903595502640790
print news

লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নামে হিজবুল্লাহর একজন শীর্ষ সামরিক কমান্ডারসহ ১২ জনকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) হামলার পর আইডিএফ জানিয়েছে, ওই অঞ্চল সুরক্ষিত না হওয়া পর্যন্ত তাদের নতুন সামরিক অভিযান চলবে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়েছে। এতে ১২ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ইব্রাহিম আকিল ছাড়া বাকি ১১ জনের ১০ জনই হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের কমান্ডার বলে দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার আকিল নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও হিজবুল্লাহ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

নিহত আকিল হিজবুল্লাহর ‘রাদওয়ান বাহিনীর’ জ্যেষ্ঠ নেতা ছিলেন বলে জানা গেছে। হামলার সময় তিনি হিজবুল্লাহ ও ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠকে ছিলেন।

নিহত আকিল ১৯৮০ এর দশকে হিজবুল্লাহতে যোগ দেন। তিনি লেবাননের বাইরে অভিযান পরিচালনার দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের হামলায় লেবাননে দুইটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই।

লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আহত ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে নগরীর দক্ষিণ শহরতলিতে ইরান-সমর্থিত ঘণবসতিপূর্ণ দাহেহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এসময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর