রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান

আপডেট: October 24, 2024 |
inbound6430918440787832222
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শাহজাহান মাঝি নামে একজনকে হত্যাচেষ্টার ঘটনার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২ অক্টোবর এ মামলায় সালমান এফ রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়।

নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগের মামলায় ১৪ আগস্ট তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে দোহার থানার করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাহজাহান মাঝিসহ অনেকে আহত হন। পরে তিনি দোহার থানায় মামলা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর