নিষিদ্ধ সংগঠনের কর্মী সরকারি চাকরি পাবে না: উপদেষ্টা আসিফ

আপডেট: October 25, 2024 |
inbound1842548125495555678
print news

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদের বাদ দেয়া হবে।

পরবর্তী সার্কুলারে শূন্যপদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। ফলে আসন্ন সার্কুলারগুলোতে সংখ্যাগত দিক থেকে অধিকসংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবে।

ঘুষ দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে চাকরিতে নিয়োগের জন্য ঘুষ দেয়া এবং নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর