ব্যালন ডি’অর ২০২৪ জিতলেন যারা


জমকালো আয়োজনে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্যালন ডি’অর ২০২৪। ফ্রান্সের প্যারিসে বসেছিল তারকার মেলা। নাটকীয়তা ও আলোচনা-সমালোচনার মধ্যে দিয়ে শেষ হয়েছে এই আসর।আসরের সেরা খেলোয়াড় হয়েছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি ও বার্সেলোনার স্প্যানিশ নারী ফুটবলার আইতানা বোনমাতি। এছাড়াও কে কোন পুরস্কার জিতলেন দেখে নেওয়া যাক।
ব্যালন ডি’অর
রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)
আরো পড়ুন:
বর্ষসেরা তরুণ ফুটবলার ইয়ামাল
বর্ষসেরা তরুণ ফুটবলার ইয়ামাল
ইয়োহান ক্রুইফ ট্রফি (সেরা কোচ)
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)
গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি)
হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন)
লেভ ইয়াশিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার)
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)
রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়)
লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)
সক্রেটিস পুরস্কার (দাতব্য কাজ)
জেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)
বর্ষসেরা ক্লাব
রিয়াল মাদ্রিদ (পুরুষ)
বার্সেলোনা (নারী)