বিক্রয় নিয়ে এলো ফ্রি পণ্যের বিজ্ঞাপনের সুবিধা

আপডেট: October 30, 2024 |
IMG 20241030 WA0007
print news

বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় তাদের সকল প্রোডাক্ট ক্যাটাগরিতে ফ্রি লিস্টিং অর্থাৎ বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপন দেয়ার সুযোগ ঘোষণা করেছে। ২৮ অক্টোবর, ২০২৪ থেকে গ্রাহকরা কোনো ফি ছাড়াই প্রোডাক্ট লিস্ট করতে পারছেন, যা কেনাবেচাকে আরও সহজ করে তোলার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের আরও কার্যকরভাবে যুক্ত রাখবে। আগে ব্যবহারকারীদের বিক্রয়-এ বিভিন্ন লিস্টিং ফি দিতে হত, যা এখন গ্রাহকরা মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে বিনামূল্যে প্রোডাক্টের বিজ্ঞাপন পোস্ট করতে পারবেন।

এছাড়াও, বিক্রয় তাদের অ্যাড বুস্ট ফিচারে উল্লেখযোগ্য উন্নয়ন করেছে, যা গ্রাহকদের কাছে বিজ্ঞাপনের দৃশ্যমানতা (ভিজিবিলিটি) বাড়াতে এবং বিক্রি আরও দ্রুততর করতে শক্তিশালী টুল সরবরাহ করছে। টপ অ্যাড বুস্ট ফিচারটি বিজ্ঞাপনগুলোকে প্রাসঙ্গিক সার্চ রেজাল্টের একেবারে প্রথম দিকে পিন করে রাখে, যাতে সবার আগে এই বিজ্ঞাপনগুলো সকলের নজরে পড়ে। এর ফলে দৃশ্যমানতা প্রায় ৩০ গুণ পর্যন্ত বাড়তে পারে, যা বিক্রেতাদের আরও ক্রেতা আকর্ষণ করতে এবং দ্রুত ডিল সম্পন্ন করতে সাহায্য করে। এই পরিবর্তনগুলো বিক্রয়কে স্মার্ট উপায়ে দ্রুত সময়ে প্রোডাক্ট বিক্রির জন্য একটি আদর্শ প্ল্যাটফর্মে পরিণত করেছে।

অনলাইন শপ তৈরি এবং প্রিমিয়াম সুবিধার মতো বিশেষ ফিচার সাবস্ক্রিপশনের মাধ্যমে বিক্রয়ের মেম্বারগণ এখন “অটো বাম্প আপ” এর মতো আরও উন্নত ফিচার আনলক করতে পারবেন, যা নির্ধারিত সময় পর পর তাদের লিস্টিংগুলোকে স্বয়ংক্রিয়ভাবে পুনরায় প্রকাশ করবে। এছাড়াও, সকল মেম্বারশিপ প্যাকেজের সঙ্গে ‘ফ্রি টপ অ্যাডস ভাউচার’ অন্তর্ভুক্ত থাকবে।

একটি ব্যবহারকারীবান্ধব ইন্টারফেস ব্যবহার করে, কয়েক মিনিটের মধ্যেই বিক্রয়ে প্রোডাক্ট এর বিজ্ঞাপন লাইভ করে লাখো মানুষের কাছে পৌঁছানো সম্ভব। কেনা-বেচার ক্ষেত্রে, এই প্ল্যাটফর্মের স্মার্ট সার্চ ফিল্টার ও অ্যাড বুস্ট ফিচারগুলো প্রোডাক্টের ভিউ বাড়িয়ে দ্রুত বিক্রির সম্ভাবনাও বাড়িয়ে তোলে। সকল গ্রাহকের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত কেনাবেচার পরিবেশ নিশ্চিত করতে, বিক্রয় বিশ্বস্ত বিক্রেতা ও অনুমোদিত সরবরাহকারীদের সঙ্গে কাজ করে থাকে।

বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, “বিক্রয়-এর প্ল্যাটফর্মে কেনা-বেচার প্রক্রিয়াটি সহজ ও সুগম করাই আমাদের প্রধান উদ্দেশ্য। সকল ক্যাটেগরিতে লিস্টিং ফি তুলে দিয়ে এবং নিত্য নতুন ফিচার সংযুক্ত করে ব্যক্তি কিংবা ব্যবসা- সকল গ্রাহকের জন্য একটি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতি মাসে বিক্রয়-এ লক্ষাধিক গ্রাহক ভিজিট করেন। আমাদের বিশ্বাস, এই পরিবর্তনগুলো আরও বেশি মানুষকে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত যুক্ত করবে এবং আমাদের প্ল্যাটফর্মের উন্নয়নের মাধ্যমে উপকৃত হতে সহায়তা করবে।”

Share Now

এই বিভাগের আরও খবর