জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা


জয়পুরহাট প্রতিনিধিঃ সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে আগামী ৪ ও ৫ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা সফল করার লক্ষ্যে জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহবায়ক এটি এম শাহনেওয়াজ কবীর শুভ্র এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, আব্দুল মতিন, হারুন রশীদ জুয়েল, আবু তাহের মন্ডল বাবু, তৌফিক এলাহী, সদস্য মুহিদুল ইসলাম রাজিব, ফজলে বিন রয়েল, ইকবাল হোসেন, বেলায়েত হোসেন বেনু, সাগর, রেজাহাত হোসেন রনি, লিটন, মাহবুব, আনোয়ার হোসেন ফিদা, রবিন, আতিকুর রহমান সোহাগ প্রমুখ।