ডিআইইউ’তে ‘থিয়েট্রন’ ক্লাবের নেতৃত্বে পুণ্য-কিরণ

আপডেট: October 31, 2024 |
inbound6647498330724787574
print news

ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সংগঠন ড্রামা ক্লাব “থিয়েট্রন” এর কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে হাসানাতুন রহমান পুণ্য এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহ আলম কিরণ নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরিফ আহমেদ, সিনিয়র মডারেটর হিসেবে আছেন সাদিয়া ফেরদৌস এবং মডারেটর হিসেবে আছেন মো. শাহরিয়ার মাহমুদ রাকিব, নিশাত তারান্নুম ও নাফিয়া তাবাসসুম।

কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. নূরনবী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. শামসুদ্দিন ফাহাদ, দপ্তর সম্পাদক খালেদ সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ ইকরামুল ইসলাম ও প্রচার সম্পাদক ওয়াসিমুল বারী রাতুল।

ক্লাব সম্পর্কে জানতে চাইলে ক্লাবের সভাপতি হাসানাতুন রহমান পুণ্য বলেন, আমি ড্রামা ক্লাবের সভাপতি নির্বাচিত হওযায় অত্যন্ত খুশি, শিক্ষকদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

প্রথম বারের মতো চালু হওয়ায় সবাই প্রণবন্তভাবে কাজ করতে আগ্রহী, এবং আমিও মুখিয়ে আছি কাজ করতে।

আমি সম্পুর্ন ড্রামা ক্লাব নিয়ে এগিয়ে জেতে চাই, বিশ্ববিদ্যালয়ের বাহিরেও যেয়েও আামাদের ক্লাব সবসময় কাজ করবে।

Share Now

এই বিভাগের আরও খবর